নাকের ডগায় ৫টি স্টান্ড: দেখেও দেখেনা পাটকেলঘাটা থানা পুলিশ
পাটকেলঘাটা প্রতিনিধি:
পাটকেলঘাটা থানা থেকে মাত্র ৫০মিটার দূরে পাটকেলঘাটা ওভার ব্রিজের উপরে মাত্র দেড়শ মিটারের মধ্যে গড়ে উঠেছে ৫টি অবৈধ স্টান্ড। আর এগুলো নিয়ন্ত্রণ করছেন কিছু অসাধু অর্থলোভী শ্রমিক নেতা। ওভারব্রীজের উপর ৫টা অবৈধ স্টান্ড থাকায় যানযটের কারণে প্রতিদিন চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার পথচারীকে।
এছাড়া প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দূর্ঘটনা।
স্থানীয় দোকানদার রমেশ চন্দ্র বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী, পথচারী, ব্যবসায়ী, চাকুরীজীবি, এনজিও কর্মী, বিভিন্ন সংগঠনের কর্মচারী কর্মকর্তারা পায়ে হেঁটে যাতায়াত করেন। সাতক্ষীরা-খুলনা সড়কটির উপরে সম্পূর্ণ অবৈধ ভাবে কিছু অসাধু ব্যক্তি গড়ে তুলেছে মাহেন্দ্র-থ্রি হুইলার, ইঞ্জিনভ্যান, ইজি বাইক, মোটরসাইকেল, ব্যাটারী চালিত ভ্যান স্টান্ড। এটা খুলনা, যশোর, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও পরিবহনের ভায়া স্টান্ড। এসব অবৈধ স্টান্ডের যত্রতত্র যানবাহন পার্কিং এর কারনে চরম বিড়ম্বনা পোহাতে হচ্ছে রোডে চলাচলকারী বাস, পরিহনের উঠা-নামারত যাত্রী সাধারনের।
স্থানীয় বাসিন্দা সঞ্জয় কুমার বলেন, ইজিবাইক স্টান্ড সংলগ্ন জায়গায় ঐতিহ্যবাহী পাটকেলঘাটা প্রাথমিক বিদ্যালয়, তার কিছু দুরেই রয়েছে পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয়, পাশেই অবস্থিত দুটি ক্লিনিক, স্কুল থেকে ২শ মিটার দুরে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি, রাস্তার পাশে রয়েছে অসংখ্য ছোটবড় দোকান। স্কুল গুলোতে ছোট ছোট কমলমতি ছেলে মেয়েরা লেখাপড়া করে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এসব স্টান্ডের কারণে শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারসহ যাতায়ত করতে হচ্ছে। এসময় ঘটছে ছোটবড় সড়ক দূর্ঘটনা।
এদিকে স্থানীয়রা অভিযোগ করে আরো বলেন, স্থানীয় থানা ও প্রশাসনকে নগদ নারায়নে সন্তুষ্ট করে এখানে স্টান্ড গুলো চলে । সরকারি জায়গা অবৈধভাবে দখল করে গড়ে তুলেছে এধরনের অবৈধ স্টান্ড। ৫টি স্টান্ডের জন্য জ্যামে পড়ে নাকাল হতে হচ্ছে সাধারণ যাত্রীসহ পথচারীদের।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলে, ওখান থেকে স্টান্ড সরালে জনগনের আরো ভোগান্তি বাড়বে। তবে যাতে যানযটের সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখা হবে।