শোভনালীতে ভি.জি.ডি কার্ডের চাউল বিতারণ
মানিক চন্দ্র বাছাড় :
আশাশুনি উপজেলার ১নং শোভনালী ইউনিয়নে ভি.জি.ডি কার্ডের চাউল বিতারণ করা হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় রবিবার সকাল ১০টা থেকে শোভনালী ইউনিয়ন পরিষদ চত্তরে বিনামূল্যে মাথা পিছু ৩০ কেজি করে চাউল ৩৬০ জন কার্ড ধারীর মধ্যে বিনামূল্যে বিতারণ করা হচ্ছে।এ সময় ইউ.পি সচিব জাহাঙ্গীর আলম উপস্হিত থেকে ৪জন গ্রাম পুলিশ আবু হাসান, মোঃরফিকুল ইসলাম, হরিদাশ রায় ও আজহারুল ইসলামের সহযোগিতায় প্রত্যেক কার্ড ধারীর হাতে এ চাউল তুলে দেন।তবে কোন ইউ.পি সদস্যকে ইউনিয়ন পরিষদে দেখা যায়নি।
Please follow and like us: