বাঁকড়া ইউনাইটেড ক্লাবের নতুন ভিত্তি প্রস্তার উদ্বোধন
মানিক চন্দ্র বাছাড় :
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁকড়া গ্রামের বাঁকড়া ইউনাইটেড ক্লাবের নতুন ভিত্তি প্রাস্তর উদ্বোধন করা হয়েছে। জানা যায় শনিবার সকাল ১০ টায় শোভনালী ইউ. পি চেয়ারম্যান প্রভাষক ম.মোনায়েম হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বাঁকড়া ইউনাইটেড ক্লাবের নতুন ভিত্তি প্রস্তার উদ্বোধন করেন।এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি -৩আসনের এম.পি প্রতিনিধি শম্ভুজীত মণ্ডল,যশোর ডি.এস.বি মোফাকুরুজ্জামান ভুলু,ইউ.পি সদস্য নজরুল ইসলাম গাইন, আঃগফ্ফার সরদার, সাংবাদিক মানিক চন্দ্র বাছাড় ও আক্তার হোসেন শাহিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাঁকড়া ইউনাইটেড ক্লাবের সভাপতি মোঃসাজ্জাত হোসেন, সহ সভাপতি মোশারাফ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, অর্থ সম্পাদক টুকু,ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম,শিক্ষক রবীন চন্দ্র পাড়, শিক্ষক গাওছুল আজম উজ্জ্ল,রবিউল ইসলাম ডাবলু, খলিলুর রহমান,বকুল সরদার, আঃরহিম, তুমুল,আব্দুল্লা ও ইয়াকুব আলী।