দেবহাটায় এক বৃদ্ধার আত্মহত্যা
দেবহাটা প্রতিনিধি :
দেবহাটায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। নিহত বৃদ্ধার নাম শাহানারা খাতুন (৫০)। তিনি দেবহাটা উপজেলার মাঝ পারুলিয়া গ্রামের মৃত আবুল হোসাইনের স্ত্রী। সকালে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে। নিহত বৃদ্ধার ৩ ছেলে রয়েছে। পুলিশ জানায়, শনিবার সকালে স্থানীয়দের দেয়া তথ্য মতে দেবহাটা থানার এসআই হাবিবুর রহমান নিহত বৃদ্ধার বাড়ি গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এসময় তার ঘর থেকে অনেক ঔষধ উদ্ধার করা হয়। নিহতের ছেলেরা ও স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধা শাহানারা খাতুন দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। যার কারণে তিনি বিভিন্ন সময়ে নানারকম পাগলামি করতেন। এ ব্যাপারে দেবহাটা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১১, তাং- ১৯-০৫-১৮ ইং।
Please follow and like us: