দেবহাটায় এক মহিলা ৪০ পিচ ইয়াবাসহ আটক
দেবহাটা প্রতিনিধি :
দেবহাটায় পুলিশের অভিযানে ৪০ পিচ ইয়াবা সহ মহিলা আটক হয়েছে। আটককৃতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছে। আটককৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেনের নির্দেশনা মোতাবেক এসআই ইয়ামিন, এসআই উজ্জ্বল কুমার দত্ত ও এসআই রাজিব কুমার রায়ের নেতৃত্বে এএসআই আব্দুল গনি, এএসআই স্বরজিৎ কুমার ও এএসআই শামীম হোসেন সহ একদল পুলিশ ফোর্স উপজেলার মাঝ পারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে খুলনা জেলার দৌলতপুর থানার বাবলা দত্ত বাড়ি এলাকার মৃত রবিউল ইসলামের স্ত্রী রানু বেগম (৫০) কে ৪০ পিচ ইয়াবা সহ আটক করেন। এ ব্যাপারে এসআই রাজিব কুমার রায় বাদী হয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ০৯। আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।