তালা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের দু’ নেতা বহিষ্কার
তালা প্রতিনিধি :
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড তালা উপজেলার ধানদিয়া-নগরগাটা যৌথ ইউনিয়ন কমিটির সভাপতি তুহিন এবং তালা সদর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মানিককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তাদের বহিষ্কার করা হয় বলে সংগঠনের তালা উপজেলা সভাপতি শেখ জাহিদুর রহমান লিটু জানিয়েছেন।
সূত্রে জানাগেছে, দু’ নেতাকে বহিষ্কার এবং সাংগঠনিক কর্মকাণ্ড জোদার করার লক্ষ্যে তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র জরুরী সভা শুক্রবার বিকালে তালা মুক্তিযোদ্ধা সংসদে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র সভাপতি শেখ জাহিদুর রহমান লিটু। সাধারণ সম্পাদক আলমগীর হোসেন’র পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র জেলা নেতা মোস্তফা বিশ্বাস, তালা উপজেলা নেতা শেখ রেজাউল ইসলাম, আলাউদ্দীন, জাহিদ, অপু ও আলম প্রমুখ। সভায় উপজেলার সকল ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ সহ উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সর্বসম্মতিক্রমে উপজেলার ধানদিয়া-নগরগাটা যৌথ ইউনিয়ন কমিটির সভাপতি তুহিন এবং তালা সদর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মানিককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এদিকে, শূন্য হওয়া ইউনিয়নে নতুন নেতা নির্বাচিত করা হয়। নির্বাচিতদের মধ্যে উপজেলার ধানদিয়া-নগরগাটা যৌথ ইউনিয়ন কমিটির সভাপতি হিসেবে শাহাজাহান, সাধারণ সম্পাদক হিসেবে সোহাগ এবং তালা সদর ইউনিয়নের সভাপতি হিসেবে তৌহিদুল ইসলামকে নির্বাচিত করা হয়। এছাড়া আগামী ৮ জুন সংগঠনের সৌজন্যে রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।