কলারোয়ায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত স্কুল ছাত্রের মৃত্যু
কামরুল হাসান,কলারোয়া:
সাতক্ষীরার কলারোয়ায় সহপাঠীসহ পরিবারের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলো ব্লাড ক্যান্সারে আক্রান্ত স্কুল ছাত্র আসাদুল ইসলাম (১৬)।
শুক্রবার সকাল ১১টার দিকে সাতক্ষীরা ইসলামী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না—-রাজিউন)।
সে উপজেলার উত্তর দিগং গ্রামের মোসলেম আলির পুত্র। নিহত আসাদুল ইসলাম হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিলো বলে জানান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আলিম।
এদিকে, শুক্রবার আছর নামাজের পর ওই স্কুল ছাত্রের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তার মৃত্যুতে সহপাঠী, আত্মীয়-স্বজনসহ এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Please follow and like us: