মিসেস রাজ চক্রবর্তী, ঘরোয়াভাবে ‘অন্য’ প্ল্যান!
বিনোদন ডেস্ক:
রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মেগা বিয়ের আসর শেষ হয়েছে। ককটেল পার্টি, সঙ্গীত, মেহেন্দি, বিয়ে, রিসেপশন প্রত্যেকটা অনুষ্ঠানেই নবদম্পতি ছিলেন শিরোনামে।
তবে এবার কাজে ফেরার পালা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই মেগা বিয়ের রেশ এখনো কাটে নি। সদ্য ওয়েব মিডিয়ায় বিয়ের পরেই প্রথম নিজের একটি ছবি পোস্ট করেছেন শুভশ্রী।
শাড়ি, সিঁদুর, টিপ মিলিয়ে তিনি একেবারে নতুন বউ। ছবির ক্যাপশনে তিনি লিখেন, মিসেস রাজ চক্রবর্তী। যা দেখে ওয়েব অডিয়েন্সের একটা বড় অংশের মতে, শুধু নিজের পরিচয় নয়, এখন থেকে রাজ চক্রবর্তীর ‘মিসেস’ হিসেবেও নিজের পরিচয় দিতে পছন্দ করছেন নায়িকা।
অষ্টমঙ্গলায় শুভশ্রীর বর্ধমানের বাড়িতে যাওয়ার কথা রয়েছে দম্পতির। সেখানেও ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে ঘরোয়াভাবে সেলিব্রেশনের প্ল্যান রয়েছে। তবে হনিমুনে কোথায় যাবেন, তা এখনো খোলসা করেননি এই নয়া কাপল।