কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ
কামরুল হাসান, কলারোয়া :
কলারোয়ার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের ২০১৮ সালের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল মঙ্গলবার প্রকাশ করা হয়।
সকাল সাড়ে ৯ টায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত এ ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমদাদুল হক। অস্ট্রেলিয়া প্রবাসী কেঁড়াগাছি ইউপি’র সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন লাল্টুর অর্থায়নে পরিচালিত ‘আরাফাত-জয়’ বৃত্তি প্রকল্পের আওতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। শিশু থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির শ্রেণি শিক্ষকগণ একই সময়ে এই ফলাফল ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, স্বপন কুমার দে, মাওলানা নুরুল হক, আমজাদ হোসেন, শাহ আলম, নার্গিস খানম, রুনা লায়লা, নাছরিন আক্তার, আব্দুল্লাহ আল মামুন, অভিভাবক প্রভাষিকা নিগার সুলতানা, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, মো: রিপনসহ অভিভাবকবৃন্দ।