শ্যামনগরে চলমান কার্পেটিং রাস্তা পরিদর্শন করলেন এমপি জগলুল
আনিসুর রহমান,শ্যামনগর :
শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট হাট- রুহিত মাঝি- শ্রীফলকাটি ২ কি.মি. চলমান কার্পেটিং রাস্তার কাজ পরিদর্শন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার। আজ মঙ্গলবার সকাল ১১ টায় সেখানে উপস্থিত হওয়ার পরপরই শত শত সনাতন ধর্মাবলম্বীর নারীরা সংসদ সদস্যকে উলু ধ্বনি দিয়ে বরণ করে নেয়। এসময় তিনি সকলের সাথে কুশল বিনিময় করেন এবং চলমান কার্পেটিং রাস্তার মান ও কাজ কেমন হচ্ছে সেটি পরিদর্শন করেন। রাস্তা পরিদর্শনে যেয়ে সংসদ সদস্য শ্রমিকদের সাথে কিছু সময় কাজ করেন। তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে এসময় বলেন- “বহু প্রতীক্ষার পর রাস্তাটি কার্পেটিং হচ্ছে এবং রাস্তাটি দিয়ে আপনারা চলবেন সুতরাং রাস্তাটির মান যাহাতে ভালো হয় সেটি আপনারা খেয়াল করবেন”। এসময় তিনি শ্যামনগর উপজেলা দ্বায়িত্বরত প্রকৌশলী ও ঠিকাদারকে নির্দেশ দিয়ে বলেন-“রাস্তাটি দিয়ে প্রত্যান্ত অ লের বহু মানুষ প্রতিদিন যাতয়াত করে সুতরাং রাস্তার মান যাতে খারাপ না হয় সেটি বিশেষভাবে খেয়াল করবেন”। রাস্তা পরিদর্শন কালে সংসদ সদস্যর সাথে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী সহ বাংলাদেশ আওয়ামীলীগ ঈশ্বরীপুর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ। পরিশেষে উপস্থিত এলাকাবাসীর নিকট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসি।