পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে সহিংসতায় নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সহিংসতার শিকার হয়ে ৬ জেলায় ১৬ জন নিহত হয়েছেন।
সোমবার রাত পর্যন্ত বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্যানুযায়ী এ খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিভিন্ন এলাকায় ব্যাপক গোলাগুলি ও বোমাবাজির ঘটনা ঘটেছে।
এছাড়া ভোটদানে বাধা, ব্যালট ছিনতাই, এজেন্টদের ঢুকতে বাধা দেয়া, ব্যালটে জোর করে সিল মেরে ভোট দেয়া এবং ব্যালট বাক্স খুলে নেয়ারও অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে কলকাতায় পশ্চিমবঙ্গ নির্বাচনে কমিশনের সামনে অবস্থানে বসেছে সিপিএম নেতৃত্ব। এছাড়া বিক্ষোভ দেখায় বিজেপি-কংগ্রেসও।
আনন্দবাজার জানিয়েছে, নির্বাচনে সহিংসতা ও প্রাণহানির পর রাজ্য সরকারের একটি সূত্র ৪৭ হাজার বুথে ভোট হয়েছে জানিয়ে সে তুলনায় সহিংসতার ঘটনা ‘নগণ্য’ বলে দাবি করেছেন।
এর আগে ২০১৩ সালে রাজ্যটির পঞ্চায়েত ভোটে সহিংসতায় মোট ২৫ জন নিহত হয়েছিলেন।