মায়ের অপরিসীম ঋণ কখনও শোধ হবার নয়-এমপি রবি
মাহফিজুল ইসলাম আককাজ :
বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলে পরীক্ষার ফলাফল প্রকাশ ও মা দিবস উপলক্ষে অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় তিনি বলেন, শুধু বিশেষ একটা দিনে বিশেষ ভাবে মা’কে স্মরণ করা নয়। মা প্রতিদিনের। মা একটি বটবৃক্ষের মতো, যার প্রতিদিনের ছায়ায় আমরা বেঁচে থাকি। তাই প্রতিদিন, প্রতিটি মুহূর্তই হোক আমাদের ‘মা দিবস’। বিশ্ব মা দিবসে সকল ‘মা’ ও ‘মা জাতি’র প্রতি রইলো আমার গভীর শ্রদ্ধা এবং অকৃত্তিম ভালোবাসা। ‘মা’ শব্দটি উচ্চারিত হওয়ার সাথে আমাদের হৃদয়ের মানস পটে ভেসে উঠে অসীম, চিরন্তন আত্মত্যাগ, ভালোবাসার প্রতিচ্ছবি, এক মমতাময় প্রতিমূর্তি। অনেক শক্তির আধার একজন মা শুধুমাত্র তাঁর পরিবারের গঠনের জন্যই নন, একই সাথে সন্তান গর্ভধারণের সময় থেকে সারা জীবনভর তাঁর সন্তানের মঙ্গলের কামনায় অনেক কষ্ট, যাতনা মুখ বুজে সহ্য করেন, অসীম কষ্ট ত্যাগ স্বীকার করেন। মায়ের অপরিসীম ঋণ শোধ হবার নয়।’
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, ম্যানেজিং কমিটির সদস্য মকসুমুল হাকিম, মানস সোম, শেখ মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার, সহকারী শিক্ষক হাবিবুল্লাহ হাবিব, আসাদুজ্জামান আসাদ, সাইফুর রহমান, ফারজানা সুলতানা, ফাহমিদা খাতুন, রাজমিতা মন্ডল, সুমি ও কামরুজ্জামান প্রমুখ। এ সময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকরা উপস্থিত ছিলেন।