আমি নতুন করে বাচঁতে চাই:আমাকে বাচাঁন
শহর প্রতিনিধি :
সাতক্ষীরার তুজলপুর গ্রামের রবিউল ইসলামের কন্যা মিনু সুলতানা সপ্না (২০) জন্মের পর পিতার ঘরে তার বেশি দিন ঠাই হয়নি। কারন তার বয়স যখন ৮ তখন মা তানজিলা খাতুন কে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন। তখন থেকে মায়ের হাত ধরে নানার বাড়ি লবসা নণকুড়া গ্রামে অস্থায়ী বসবাস তার। ৮ম শ্রেণিতে পড়াশোনা করছে এমন সময় তার গলার ভিতরে একটি সমস্য দেখা দিলে চিকিৎসার জন্য ২০১৫ সালে ডা: এনকে সিনহার কাছে যান। তিনি তাকে ঢাকার আদ্বীন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। সেখানে পরিক্ষা করার পর ক্যান্সার ধরা পড়ে। ডাঃ তাকে ৬টি কেমো নেওয়ার পরামর্শ দেয়। ৫ নং কেমো নেওয়ার সময় সপ্না মারত্মক ভাবে অসুস্থ হয়ে পড়ে। তার পর কেমো বন্ধ করে উন্নত চিকিৎসার জন্য কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে ডাক্তাররা তার বিভিন্ন পরিক্ষা-নিরিক্ষা করে তার শরীরে কোন ক্যান্সার কোন নমুনা পাওয়া যায়নি। তার বনটিবি হয়েছে বলে জানান। ডাক্তার বলেন, ভুল চিকিৎসার কারনে তার শরীরে হীপজয়েন্ট ও পায়ের হাড় ভেঙ্গে গেছে। কলকাতা মেডিকেলে দুই মাস চিকিৎসা নেওয়ার পর টাকার অভাব পড়লে চিকিৎসা শেষ না করে দেশে ফিরে আসে। কলকাতার ডাক্তাররা জানান এই রোগ নিরাময় যোগ্য। তবে তার চিকিৎসার জন্য প্রায় একলক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয় হবে। সপ্না নতুন করে বাচতে চাই। তার চিকিৎসার জন্য সমাজের হিৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চিকিৎসার জন্য আত্মিক সাহায্যর আকুল আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠনোর ঠিকানা মোছা: তানজিলা খাতুন, সঞ্চয়ী হিসাব নং-২২০৬৮, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: সাতক্ষীরা শাখা অথবা বিকাশ নং-০১৭৭৪২৬৯৭৭৯(নিজস্ব)।