শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
আনিসুর রহমান, শ্যামনগর:
গুনিজন হতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সুন্দর জীবন গঠনে শিক্ষার বিকপ্ল নেই। দেশ ও জাতির উন্নয়নে ছাত্র-ছাত্রীদের ভূমিকা ঐতিহাসিক। ছাত্র-ছাত্রীরাই দেশের ভবিষৎ কর্ণধর। শিক্ষিত জাতি ছাড়া দেশ উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার হার বাড়াতে শেখ হাসিনার সরকার নিরলস কাজ করে যাচ্ছে। দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বই সরবরাহ করা হচ্ছে। তৃণমুল পর্যায়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার বাড়াতে সরকার নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষার মান উন্নয়ন ও ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধান কল্পে উন্মুক্ত আলোচনা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় নকিপুর সরকারী হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে উন্মুক্ত আলোচনা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সরকারী মহসীন কলেজের অধ্যক্ষ তন্ময় কুমার সাহা, থানা অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, ভারপ্রাপ্ত উপজেলার চেয়ারম্যান মহসীন উল মূলক, শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ।
মুক্ত আলোচনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষন করেন। প্রধান অতিথি মনযোগ দিয়ে শিক্ষার্থীদের সকল সমস্যা শোনেন এবং তাৎক্ষনিক কয়েকটি সমস্যার সমাধান করেন। অনুষ্ঠানের শেষ পর্বে সদ্য ফল প্রকাশিত এসএসসি পরীক্ষায় কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।