বাওচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতিত্ব
মানিক চন্দ্র বাছাড় :
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাওচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতিত্ব।
জানা যায় আশাশুনি উপজেলার হল রুমে বুধবার সকাল ১০টা থেকে সি.এফ.এসের আওতাভুক্ত ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের নিয়ে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বাওচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে “ক”গ্রুপের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রেনীর ছাত্র অর্ঘ্যদেব মন্ডল প্রথম স্তান অধিকার করেছেন। “খ” গ্রুপের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পঞ্চম শ্রেণীর ছাত্রী ফারহানা ইসলাম মৌলী দ্বিতীয় স্তান অধিকার করেছেন এবং বিতর্ক প্রতিযোগিতায় “খ” গ্রুপে চতুর্থ শ্রেণীর কাব্য দাশের দল দ্বিতীয় স্তান অধিকার করেছেন।
Please follow and like us: