প্রধানমন্ত্রীর গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড পাওয়ায় কলারোয়ায় যুবলীগের আনন্দ মিছিল
কলারোয়া প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড পাওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে কলারোয়া উপজেলা যুবলীগের একাংশের নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকালে কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিনের নেতৃত্বে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন। এছাড়া সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের কার্যকারী সদস্য কাজী আক্তার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আশিকুর রহমান মুন্না, প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কেরালকাতা ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান, ইউপি সদস্য নজরুল ইসলাম, বিল্লাল হোসেন, কলারোয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবু রায়হান লিটন, শফিউল আলম শফি, সৈয়দ আনিছুর রহমান, ফয়সাল ইসলাম মিলন, মাস্টার নজরুল ইসলাম, মনিরুজ্জামান মনি, পবিত্র কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আশরাফুজ্জামান রিপন, দীপক রায়, শেখ মিঠু, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, মাকসুদুর রহমান সমুন, নয়ন হোসেন, প্রচার সম্পাদক আবু তাহের নয়ন, যুবলীগনেতা ইসমাইল হোসেন, মেরিন আহম্মেদ, কাজী বাবু, অহিদুজ্জামান টিটু, আলী হোসেন, ইলিয়াস হোসেন, নাদিম হোসেন, জুলফিকার হোসেন, সুব্রত কুন্ড, মিলন হোসেন, আলমগীর হোসেন, শফিকুল ইসলাম মন্টু, সেলিম রেজা, শেখ মেদেহী হাসান পলাশ, আলী হোসেন, ইকবাল হোসেন, উজ্জল হোসেন, রানা, রিপন, মামুন,ওহিদ, জাহিদ, রাজু, তবিবর, মইনুল, নাজিমম, সবুজ, সম্রাট, লালু, কাজী বাচ্চু, সোহেল, রিপন, বাপ্পি, শফিকুল, সোহরাব, মতিয়ার, ইমানুর, রাসেল, আলফাজ, আকা, শেলি হোসেন, নাজমুল সহ উপজেলার ১২টি ইউনিয়নের আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। উল্লেখ্য- মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড ও কলারোয়া উপজেলা যুবলীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় একই সাথে আনন্দ মিছিল বের করা হয়।
এর দু’দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড পাওয়ায় উপজেলা যুবলীগের অপর অংশের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদার নেতৃত্বে একটি আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই আনন্দ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান। সবমিলিয়ে কলারোয়ায় যুবলীগের গ্রুপিং এখন চরম আকার ধারণ করেছে বলে অনেকে অভিমত ব্যক্ত করেছেন।
Please follow and like us: