শোভনালীতে প্রতিবন্ধীদের প্রবেশাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার শোভনালীতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সেফটিনেট প্রকল্পে প্রবেশাধিকার বিষয়ক কর্মশালা’১৮ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় গোদাড়া আনসার ভিডিপি কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ষ্ট্রোমি ফাউন্ডেশনের সহযোগিতায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর আয়োজনে কর্মশালায় জনসংগঠনের সদস্য, এনজিও কর্মী, ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট সেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশ নেন। মর্যাদা ও স্থায়িত্বশীলতার সাথে আর্থ-সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য নজরুল ইসলাম। প্রশিক্ষণ প্রদান করেন, ট্রেইনার শাহনিমা আক্তার। বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার শহিদুল ইসলাম, কালিগঞ্জের ইউসি তাপস কুমার মল্লিক, এফএফ শফিকুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা ইউনুছ আলী। বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য আজিজুর রহমান ও আঃ হান্নান। বক্তারা প্রতিবন্ধী সন্তান হওয়ার কারণ, প্রতিরোধে করনীয়তা এবং প্রতিবন্ধীদের স্বাবলম্বী করার উপায় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন।