আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় নিহত-১
আশাশুনি প্রতিনিধি:
সাতক্ষীরা আশাশুনি উপজেলার বুধহাটা টু বাঁকা সড়কে ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কুল্যা ইউনিয়নের আরার গ্রামের শহর আলি সরদারের ছেলে লিয়াকত আলি (৪২) ঘটনার সময় বুধহাটা থেকে বাই সাইকেলে বাড়িতে ফিরছিলেন। সড়কের বাহাদুরপুর এলাকায় পৌছলে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তার ধক্কা লাগলে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। পাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে সংবাদ দিলে এ্যাম্বুলেন্সযোগে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানাগেছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১ টার দিকে তার মৃত্যু হয়। ট্রাকটি দুর্ঘটনার পর দ্রুত কেটে পড়ে।
এ ব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টির সত্যতার স্বীকার করে বলেন যে, ট্রাক সহ ঘাতক ট্রাক ড্রাইভার কে আটক করার জোর চেষ্টা করা চালানো হচ্ছে ।