আশাশুনিতে সৎ ছেলে ও মেয়ের মিথ্যা মামলা-হামলা থেকে বাচঁতে এক মা’র আকুতি
আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে সৎ ছেলে ও মেয়ের মিথ্যা মামলা ও হামলায় অতিষ্ঠি মা শেফালী রাণী। আশাশুনি সদরের নাটাকা গ্রামের সুদয় মণ্ডলের স্ত্রী শেফালী মণ্ডল তার সৎ ছেলে মৃনাল কান্তি মন্ডল মেয়ে রত্না মন্ডলের মিথ্যা মামলা ও হামলায় ভীত সস্ত্রন্ত মা শেফালী মন্ডল। উক্ত শেফালী মন্ডল জানান আমার স্বামী প্রথম বিবাহ করেন গীতা রাণীকে। তাদের ঘরে এক ছেলে মৃনাল কান্তি মন্ডল ও এক মেয়ে রত্না মণ্ডলের জন্ম হয়। দুই সন্তানের জননী থাকায় অবস্থায় পরকীয়ার কারণে জনৈক মঙ্গল নামের এক সাথে চলে যায়। তখন আমার স্বামী আমাকে বিবাহ করে তখন ছেলে মৃণালের বয়স মাত্র ০২ বছর এবং সেই দুই সন্তান কে আমি কোলে পিঠে করিয়া নিজের সন্তানের ন্যয় মানুষ করি। দীর্ঘদিনর আমার স্বামী ১ম স্ত্রী ফিরে আসে এবং ২ একদিন থাকে আবার বাপের বাড়ী চলে যায়। যাহা আমি কোনদিন কিছুই বলিনি। এর মধ্যে রত্না রাণী বিবাহের বয়স হলে আমি তাকে অনত্র্য বিবাহ দেই। সেখানে তার একটি ছেলে সন্তান হয়। ছেলে সন্তানের ৪ মাস বয়স (!)থাকা অবস্থায় রত্না নিজ ধর্ম ত্যাগ করে মুসমান ধর্ম গ্রহণ করে জনৈক আয়ুব কে বিবাহ করে ঘর সংসার করতে থাকে। সেই ৪ মাসের ছেলে কে আমি আবার কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছি। সে বর্তমানে ৭ম শ্রেণীতে পড়ে ও আমার সাথে বসবাস করেন। শুধু তাই নয় মৃণালকেও আমি কোলে পিঠে করিয়া মানুষ করিয়া বিবাহ দিয়াছি। মৃণাল দীর্ঘদিন যাবৎ ভারতে চলে যান। কিন্তু মৃনাল ভারত থেকে ফিরে আসেন ও রত্না আয়ুবকে ডিভোর্স দিয়ে ফিরে আসে। তাদের কোন কাজে বাধা প্রদান করি নাই। কিন্তু হঠাৎ করে সম্পত্তি পাওয়ার লোভে তারা আমাকে বিভিন্নভাবে হয়রানী ও হুমকিধামকি দিতে থাকেন। এমনকি প্রাণে মেরে দেব বলে হুমকি দিতে থাকে এবং ঘর বাড়ী ছেড়ে অন্যত্র চলে যেতে বলে। শেফালী রাণী আশাশুনি থানায় ১১৫৩/১৮নংএকটি সাধারণ ডায়েরি করেছেন। তার পর থেকে চলতে থাকে একের পর এক ষড়যন্ত্র। শুধু হুমকি ধামকি নয় কন্যা রত্না মণ্ডল বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিঃ আদালতে সিআরপি ৮৪/১৮ (আশা) নং একটি মামলা ও ছেলে মৃণাল মণ্ডল বাদী হয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিঃ আদালতে ৩৮৪/১৮নং (আশা) মিথ্যা মামলা দায়ের করেছেন। যাহাতের আমার একমাত্র মেয়ে ও জামাতাকেও বিবাদী করা হয়েছে। তথ্যানুসন্ধানে আরও জানা যায় স্থানীয় কয়েকটি পত্রিকায় সাতক্ষীরা ভুয়া চিকিৎসক সহ আট দুই মর্মে ২৪ নভেম্বর ১৭ তারিখে দৈনিকে প্রকাশিত হয়। নির্বাহী ম্যাজিঃ আবু তালেব উক্ত মৃণাল কান্তি মণ্ডলকে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করেন। সে বর্তমানে আশাশুনি সহ বিভিন্ন এলাকায় মানুষকে ভুল বুঝিয়ে বড় ডাক্তার বলে মানুষ ঠকিয়ে বেড়াচ্ছেন। উক্ত মৃণাল ভারতে বসবাস করা কালে একটি ভারতীয় প্যান কার্ড করেন যার নম্বর-বিটিটিপিএম১৫৫৩আর বলেও জানা যায়। উক্ত শেফালী রাণী প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।