সাতক্ষীরায় এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৭৬.৯৯%
নিজস্ব প্রতিনিধি:
রবিবার এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় সাতক্ষীরা জেলায় পাশের হার শতকরা ৭৬.৯৯। গত বছরের চেয়ে এ বছর পাশের হার কমেছে। এবারের এসএসসি পরীক্ষায় সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২শ ৬১ এর মধ্যে কৃতকার্য হয়েছে ২শ ৫১ জন। অকৃতকার্য হয়েছে ১০ জন। পাশের হার শতকরা ৯৫। এর মধ্যে এ প্লাস পেয়েছে ৮৮ জন, এ গ্রেড ১৩২ জন, এ মাইনাস পেয়েছে ২১ জন এবং বি গ্রেড পেয়েছে ১০ জন।
এব্যাপারে জেলা শিক্ষা অফিসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, গত বছরে তুলনায় এবছর বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফলাফল অনেক খারাপ হয়েছে। আগামী যাতে শিক্ষার্থীরা ভাল ফলাফল করতে পারে সে বিষয় সজাগ দৃষ্টি রাখবেন। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৪৬ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ২৩৯ জন। অকৃতকার্য হয়েছে ৭জন। পাশের হার শতকরা ৯৫। এর মধ্যে এ প্লাস পেয়েছে ১০৪ জন, এ গ্রেড পেয়েছে ১১৫ জন, এ মাইনাস পেয়েছে ১৪ জন, বি গ্রেড পেয়েছে ৬ জন। চেউটিয়া এজেএস দাখিল মাদ্রাসায় এবারের পরীক্ষায় মোট পরীক্ষাথীর সংখ্যা ২০ জন। এর মধ্যে এ গ্রেড পেয়েছে ১৩ জন, এ মাইনাস পেয়েছে ৬ জন, বি গ্রেড পেয়েছে ১ জন। সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯১ জন। এর মধ্যে এ প্লাস পেয়েছে ৫ জন, এ গ্রেড পেয়েছে ৫৮ জন, এ মাইনাস পেয়েছে ১৪ জন, বি গ্রেড পেয়েছে ১১ জন, সি গ্রেড পেয়েছে ১ জন। আইডিয়াল স্কুল এন্ড কলেজের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ জন। এর মধ্যে এ প্লাস পেয়েছে ১ জন, এ গ্রেড ৮ জন এবং এ মাইনাস পেয়েছে ১ জন। সাতক্ষীরা আলিয়া মাদ্রাসায় এ বছর আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২ শ ৪৭ জন। পরীক্ষায় কৃতকার্য হয়েছে ১ হাজার ১শ ২৭ জন। অকৃতকার্য হয়েছে ১শ ২০ জন। এর মধ্যে এ প্লাস পেয়েছে ১২ জন, এ গ্রেড পেয়েছে ৪৮৩ জন, এ মাইনাস পেয়েছে ৪২০ জন, বি গ্রেড পেয়েছে ১৯৬ জন, এবং সি গ্রেড পেয়েছে ৬ জন।
দেবনগর বেগম রোকেয়া মাধ্যমিক বিদ্যালয়ে এবছর এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৪ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৬২ জন। এবং অকৃতকার্য হয়েছে ২ জন। এর মধ্যে এ প্লাস পেয়েছে ৬ জন, এ গ্রেড পেয়েছে ২৪ জন, এ মাইনাস পেয়েছে ১৫ জন, বি গ্রেড পেয়েছে ১১ জন, সি গ্রেড পেয়েছে ৬ জন। শতকরা পাশের হার ৯৮.৪১। ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় সাতক্ষীরা জেলার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বিবেচিত হয়েছে বলে জানিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসান। সাতক্ষীরা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের জেনারেল শাখায় চলতি বছর এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা শতভাগ সাফল্য অর্জন করেছে। এ বছর এসএসসি পরীক্ষায় মোট ৬৩ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে শতভাগ পাশ করেছে। এর মধ্যে এ প্লাস ৭ জন, গোল্ডেন এ প্লাস ১ জন, এ গ্রেড ২৯ জন, এ মাইনাস ১৭ জন, বি গ্রেড ৭ জন, ২ জন সি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।
পরীক্ষার্থীদের শতভাগ পাশের ব্যাপারে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এবছর আমাদের বিদ্যালয়ের পাশের হার শতভাগ। এর জন্য বিদ্যালয়ের সকল শিক্ষমন্ডলী নিরলসভাবে পরিশ্রম করেছেন। আমরা চেষ্টা করবো বিদ্যালয়ের এ শতভাগ সাফল্য ধরে রাখার। এ বিষয় জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, সারা দেশের তুলনায় এ বছর সাতক্ষীরা জেলায় এসএসসি পরীক্ষায় পাশের হার ভাল। শিক্ষার্থীরা ভালভাবে পরীক্ষা দেওয়ায় জেলা পাশের হার শতকরা ৭৬.৯৯। আগামীতে যাতে শিক্ষার্থীরা আরো ভাল ফলাফল করতে পারে সে জন্য আমরা শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে সার্বক্ষনিক মনিটোরিং এর ব্যবস্থায় রাখবো।