ব্রহ্মরাজপুরে ৬নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন হয়েছে। শনিবার রাতে ব্রহ্মরাজপুর বাজারের গাজী মার্কেটে ৬নং ওয়ার্ড মেম্বার রেজাউল করিম মিঠুর কার্যালয়ে এ কমিটি গঠন হয়।
ব্রহ্মরাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলিপ কুমার মল্লিক, শেখ আব্দুছ ছালাম, মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান সরদার, অজিয়ার রহমান, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস এবং সাংগঠনিক সম্পাদক ও ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ রেজাউল করিম মিঠু। এছাড়া ছাত্র লীগের মেহেদী হাসান, ৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, আব্দুর রহিম, মোঃ আব্দুল গফ্ফার কারিকর, ছলেমান মোড়ল, আজিজুল ইসলাম সহ ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের বহু কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
কমিটি গঠন অনুষ্ঠানে বক্তারা বলেন, পদ-পদবী নিয়ে বসে থাকলে চলবে না। সংসদ নির্বাচনে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে।
সবশেষে উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে ৬নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২১ সদস্য বিশিষ্ট বার্ষিক কমিটি গঠন করা হয়। কমিটিতে মোঃ আব্দুল গফ্ফার শেখ সভাপতি, মোঃ রবিউল ইসলাম সাধারণ সম্পাদক ও মোঃ ফারুক হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। এ সময় অতিথিবৃন্দ নির্বাচিতদের হাতে ৬নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটির অনুমোদন পত্র তুলে দেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন রাজ।