শেখ হাসিনার বিকল্প অন্য কেউ নয় : নির্বাচনী গণসংযোগ উপলক্ষে শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবুর নির্বাচনী গণসংযোগ উপলক্ষে মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ব্রহ্মরাজপুরের মোল্লেকপাড়া এলাকায় জনসভায় মিলিত হয়। শোভা যাত্রায় প্রায় ৪ শতাধিক মোটর সাইকেল অংশ নেয়। ব্রহ্মরাজপুরের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হুমায়ন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী সহ স্থানীয় আওয়ামীলীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সাতক্ষীরা সদর-২ আসন থেকে আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান বাবু বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। বর্তমান সরকার ক্ষমতায় আছে বলেই আমরা সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করছি। রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষার্থীদের বিনামূল্যে বছরের প্রথম দিনেই বই এসব কিছুই সম্ভব হয়েছে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই। তিনি আরো বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও যাতে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাবু আরো বলেন, আমি আপনাদের এলাকারই সন্তান বর্তমান উপজেলা চেয়ারম্যান হিসাবে আপনাদের খেদমত করতে পারছি। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে আমি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা পেতে পারি সেজন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। সর্বশেষ তিনি বলেন, দেশ ও জনগণের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা অন্য কেউ নয়। এজন্য মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে আবার ভোট দিয়ে নির্বাচিত করে দেশ ও জনগণের সার্বিক উন্নয়নের কাজ করার সুযোগ করে দিতে হবে।