দেবহাটা উপজেলা প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নিলেন মাহবুব আলম খোকন
দেবহাটা প্রতিনিধি :
দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ২৬/৪/২০১৮ তারিখ বৃহস্পতিবার দায়িত্ব ভার বুঝে নেন। উল্লেখ, গত ইং- ১৯/০৪/২০১৮ তারিখে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ৪৬.০৪৬.০২৭০০.০০.১৬৯.২০১৪-৬০৩ নং স্মারকে উপ-সচিব ড.জুলিয়া মঈন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন পত্রের মাধ্যমে দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণির বিরুদ্ধে দেবহাটা থানায় গত ইং- ২১/০৬/২০১৭ তারিখের অভিযোগ পত্র নং- ৯৩, ধারাঃ ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-ক/২১ এবং অভিযোগ পত্র নং- ৯৩ক, ধারাঃ দন্ডবিধি ১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/১১৪ বিজ্ঞ আদালত কর্তৃক যথাক্রমে গত ১৯/০২/২০১৮ গৃহিত হয়। তার বিরুদ্ধে দায়ের কৃত মামলার অভিযোগপত্র গৃহীত হওয়ায় তার দ্বারা ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী বলে সরকার মনে করে। তাই উপজেলা পরিষদ আইন ১৯৯৮[উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত]- এর ধারা ১৩(খ)(১) অনুসারে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গণিকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয় এবং ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকনকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়।
Please follow and like us: