কলারোয়ায় কৃষককে বাড়ী থেকে ধরে নিয়ে পায়খানার স্লাবের মধ্যে আটকে রেখে নির্যাতন
কলারোয়া প্রতিনিধি :
কলারোয়ায় জমি জমা সংক্রান্তের জের ধরে সোমবার গভীর রাতে এক নিরহ কৃষককে বাড়ী থেকে ধরে নিয়ে বেধড়ক মারপিট করে পায়খানার স্লাবের মধ্যে আটকে রাখে প্রতিপক্ষরা। পরে ওই রাতে জনরোষের সৃষ্টি হলে তাকে আহত অবস্থায় ছেড়ে দেয়া হয়। এর পরের দিন মঙ্গলবার বেলা ৪টার দিকে বাড়ীর সামনে থেকে আবারও তাকে ধরে নিয়ে দফায় দফায় লোহার রড দিয়ে এলোপাতাড়ী ভাবে মারপিট করে গুরুত্বর জখম করা হয়। কলারোয়া থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের উত্তর ভাদিয়ালী গ্রামের মৃত মুজিদ মিস্ত্রীর ছেলে কৃষক আনিছুর রহমান(৩০)তার পিতার পৈত্রিক জমিতে বসাবাস করে আসছে। এর মধ্যে প্রতিপক্ষ রেজাউল ইসলাম রেজা, আইনুল ইসলাম, শরিফুল ইসলাম ওই কৃষকের জমির উপর নজর পড়ে। বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে বসত বাড়ী দখলের চেষ্টা চালিয়ে আসছে। কিন্তু কৃষক তার জমিতে একটি ঘর বাধার জন্য প্রস্তুতি নিয়ে তারা ক্ষিপ্ত হয়ে হুমকি দিতে থাকে। এক পর্যায়ে সোমবার ও মঙ্গলবার দুই দফায় কৃষক আনিছুর রহমানের উপর হামলা করে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ্য করা হয়েছে। এদিকে নিরহ কৃষক কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
Please follow and like us: