কালিগঞ্জ কলেজের নবনির্মিত একাডেমিক ভবন পরিদর্শন
কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জ কলেজের নবনির্মিত একাডেমিক ভবন পরিদর্শন করলেন কালিগঞ্জ কলেজের গর্ভানিং বোডির সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়র আবুল কাশেম। ২৫ এপ্রিল সকাল ১০ টায় ইঞ্জিনিয়র আবুল কাশেম কালিগঞ্জ কলেজে উপস্থিত হয়ে অধ্যক্ষ জি এম রফিকুল ইসলাম সহ শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন কলেজটি সরকারি করণ হলে এই কলেজের চেহারা পালটে যাবে। তিনি এই কলেজের সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। পরে প্রায় আড়াই কোটি টাকা ব্যায়ে ৪ তলা বিশিষ্ট কালিগঞ্জ কলেজের নবনির্মিত একাডেমি ভবন ও কলেজের প্রাচীর নির্মাণ কাজ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ কলেজের অধ্যক্ষ জি এম রফিকুল ইসলাম, বাংলা প্রভাষক মঈনুল ইসলাম, প্রভাষক তাপস, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু সহ কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
Please follow and like us: