রিজার্ভ ডে থাকছে বিশ্বকাপে
ডি এস ডেস্ক:
২০১৯ সালের ৩০ মে থেকে ১৪ জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপের ১২তম আসর। ইংল্যান্ডে গ্রীষ্মের প্রথমার্ধের সময় বসবে বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় এই আসর। ১৯৯২ সালের ফরম্যাটে এবারের ক্রিকেট বিশ্বকাপের আসরটি অনুষ্ঠিত হবে। এই বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল।
বিশ্বকাপে প্রথম পর্যায়ে প্রতিটি দল ৯টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। অর্থাৎ, প্রতিটি দল প্রতিটি দলের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল সেমিফাইনাল খেলবে। লিগ পর্বে রিজার্ভ ডে’র ব্যবস্থা না রাখলেও সেমিফাইনাল ও ফাইনাল এই তিনটি নকআউট ম্যাচের জন্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি।
৩০ মে দ্য ওভালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। লিগ পর্বে ওল্ড ট্রাফোর্ডে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ জুন। মোট ১১টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের খেলা।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে লর্ডসে। পঞ্চমবারের মতো বিশ্বকাপের ফাইনাল হতে যাচ্ছে লর্ডসে। ২০১৯ সালের ৯ জুলাই ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল ম্যাচটি। এর দুইদিন পর এজবাস্টনে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল।
যে ভেন্যুগুলোতে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেই ম্যাচগুলো হলো লর্ডস, দ্য ওভাল, এজবাস্টন, ট্রেন্ট ব্রিজ, হেডিংলি, ওল্ড ট্রাফোর্ড, টন্টন, ব্রিস্টল, টেস্টার-লি-স্ট্রিট, সাউদাম্পটন ও কার্ডিফ।