পাটকেলঘাটায় অভিজ্ঞতা ছাড়াই অবাধে চলছে মাহেন্দ্র-থ্রী হুইলার
পাটকেলঘাটা প্রতিনিধি:
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রীজ থেকে থেকে সাতক্ষীরা বিজিবি ক্যাম্প পর্যন্ত ব্যস্তমত ১০ কিলোমিটার পথ মরণফাঁদে পরিণত হয়েছে। চলতি বছরেই এই মহাসড়কের এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আনুমানিক ২০ জনের। আহত হয়েছে শতাধিক। এলাকাবাসীর অভিযোগ, অবৈধ যান চলাচলের পাশাপাশি সড়কের গুরুত্ব বিবেচনা করে লেন বেশী না করায় বাড়ছে দুর্ঘটনা।
ওভারব্রীজ থেকে মিল গেট পর্যন্ত রীতিমতো প্রতিযোগিতায় লিপ্ত হন মাহেন্দ্র থ্রী হুইলার চালকরা। এতে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি মত ঘটনা। এসব দুর্ঘটনার মধ্যে যেমন রয়েছে বড় পরিবহনের সংঘর্ষ, তেমন রয়েছে মাহেন্দ্র ও নসিমন-করিমনকে চাপা দেওয়ার ঘটনা।
স্থানীয়রা জানান, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে দেদারছে চলছে অবৈধ মাহেন্দ্র থ্রী হুইলার। যে কারণে ঘটছে এসব দুর্ঘটনা।
ডিজেল চালিত এসব মহেন্দ্র-থ্রী হুইলার মালিক সমিতি’র পাটকেলঘাটা থানা শাখার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ জানান, তাদের সংগঠনের প্রায় শতাধিক মাহেন্দ্র রয়েছে। তবে কিছু মাহেন্দ্রর লাইসেন্স রয়েছে আর গুলোর কিস্তির কারণে হয়নি। ড্রাইভিং লাইসেন্স প্রসংঙ্গে বলেন, দুই এক জনের আছে আর সকলে করার অপেক্ষায় রয়েছে। যেগুলো আঞ্চলিক সড়ক সহ খুলনা-সাতক্ষীরা মহাসড়কে চলাচল করে। প্রশাসনিক ভাবে কোনো মনিটরিং না থাকায় কোনো রূপ অভিজ্ঞতা ছাড়াই এরা অবাধে মহাসড়কে চলাচল করছে। এতে যাত্রী চলাচলে কিছুটা সুবিধা হলেও প্রায়ই মাহেন্দ্র-থ্রী হুইলার গুলো ছোট-বড় দুর্ঘটনার শিকার হয়ে হতাহতের ঘটনা ঘটাচ্ছে। পাটকেলঘাটা ওভারব্রীজে নিয়োজিত ইজারাদার ও মাহেন্দ্র-থ্রী হুইলার সমিতি এ যানবাহনগুলো থেকে প্রতিদিন মোটা অঙ্কের চাঁদা আদায় করছে। ফলে দীর্ঘদিন ধরে এভাবে যানাবাহনগুলো চলাচল করে আসছে। কিন্তু উচ্চ আদালতের সুনির্দিষ্ট নির্দেশনার পর এসব অবৈধ যান চলাচল বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মাহেন্দ্রা চালক বলেন, তারা লাইসেন্স ও রুট পারমিটের জন্য নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু অনুমতি না পাওয়ায় পুলিশসহ বিভিন্ন জনকে ম্যানেজ করে চালাচ্ছেন। এসব মাহেন্দ্র বিদেশ থেকে সরকারি ট্যাক্স পরিশোধ করে আমদানি করা হয়েছে। আমরা অনেক ধার-দেনা ও ঋণগ্রস্থ হয়ে ৪/৫ লাখ টাকা দিয়ে একেকটি মাহেন্দ্র কিনে বিপদে পড়েছি।
এ ব্যাপারে পাটকেলঘাটার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বলেন,এগুলো চলা বেআইনি । আমরা অচিরেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিব ।