সাতক্ষীরায় সিঙ্গার পারফেক্ট হোমমেকার কিচেন অ্যাপ্লায়েন্স’র ব্যবহারিক প্রশিক্ষণ
শহর প্রতিনিধি:
সিঙ্গার পারফেক্ট হোমমেকার কিচেন অ্যাপ্লায়েন্স’র ব্যবহারিক প্রশিক্ষণ কর্মশালা সাতক্ষীরা শো রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা’র ব্রাঞ্চ ম্যানেজার অ্যাডভোকেট মো: কামরুজ্জামান বিপুল। প্রশিক্ষণ প্রদান করেন সিঙ্গারের সিনিয়র ট্রেইনার মায়া রাণী সাহা ও মাহমুদা খাতুন। কর্মশালার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন, খুলনা এরিয়া ম্যানেজার মো: শফিকুজ্জামান, সিঙ্গার’র ডিস্ট্রিক্ট ম্যানেজার চৌধুরী মামুনর তোবাশ্বির, দেশ টিভি ও বিডি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন। এছাড়াও আলোচনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আমিনা বিলকিস ময়না, ফরিদা পারভিন কাকলী, তাসলিমা হায়দার, শাহীনা মোস্তফা, তানহা জামান মেঘা, সিনহা জামান নেহা, রীনা ইসলাম, হ্যালো’র অগ্র:, সিঙ্গার’র সাতক্ষীরা অফিসের মীর এমরান হোসেন, মো: আব্দুল ওয়াদুদ শাহী, রাজিয়া সুলতানা লাকী, শাহেদুজ্জামান শান্ত, একরামুল ইসলাম রাজু প্রমুখ।
কর্মশালা সহজ পদ্ধতিতে পিজা, নানান ধরনের মাংস, কেকসহ সুস্বাদু বিভিন্ন রান্নার কলা কৌশল শেখানো হয়। কর্মশালায় প্রায় শতাধিক নারীর অংশগ্রহণে প্রাণবন্ত প্রশিক্ষণ কর্মশালা জমে ওঠে।
Please follow and like us: