নাইজেরিয়ায় ৮৮ হাজার শিশু মৃত্যুঝুঁকিতে
আন্তর্জাতিক ডেস্ক:
অপুষ্টিজনিত রোগে নাইজেরিয়ায় ৮৮ হাজার শিশু মৃত্যুঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ।
দেশটির মাইদুগুরিতে পাঁচদিন ব্যাপী পুষ্টিজনিত রোগের সতর্কতা বিষয়ক এক প্রশিক্ষণে ইউনিসেফের প্রধান মাঠ কর্মকর্তা জিওফ্রি জুমবা এ ধরণের তথ্য দেন।
তিনি বলেন, বরনো, আদামাওয়া এবং যুবে প্রদেশে নয় লাখ ৪০ হাজার শিশু অপুষ্টিতে ভুগছে। যার মধ্যে ৮৮ হাজারই মৃত্যুঝুঁকিতে রয়েছে।
জুমবা আরো বলেন, এসব অঞ্চলে নিরাপদ পানির অভাবে ভুগছে দেড় মিলিয়ন মানুষ। এর ফলে শিশুদের স্বাস্থ্য নিরাপত্তা আরও ঝুঁকিতে আছে বলে জানান তিনি।
Please follow and like us: