প্রেসক্লাবে মতবিনিময় সভায় সাংবাদিক-পুলিশের একসাথে পথচলার অঙ্গীকার
শহর প্রতিনিধি:
প্রেস মানুষের কথা বলে। অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে কথা বলে। পুলিশ অপরাধের তদন্ত করে। অপরাধ দমন করে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে। এই দুই পক্ষের মানুষের পথ চলার রাস্তা প্রায় কাছাকাছি। কোন কোন মহল এ দুই পক্ষের মধ্যে যাতে কখনও ঐক্য না হয় সেটা চায়। গণমানুষের স্বার্থ নিশ্চিত করতে সবাইকে একসাথে পথ চলতে হবে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিক নেতাদের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এসব কথা বলেন। সাতক্ষীরা প্রেসক্লাবের নিউজ রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন নবাগত অতিরিক্ত পুলিশ সুপার কাজী মঈন উদ্দিন। পুলিশ প্রশাসনের পক্ষে মত বিনিময় করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার, সহকারি পুলিশ সুপার হুমায়ুন কবির, ডিআইওয়ান মো. আজম খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মেদ। সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষে মত বিনিময় করেন সাধারণ সম্পাদক আব্দুল বারী, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, কার্যনির্বাহী সদস্য অসীম চক্রবর্তী প্রমুখ। সভায় মানুষের পক্ষে একসাথে পথচলার অঙ্গীকার করেন উভয় পক্ষ। যে কোন ভুল বোঝাবুঝি অবসান ও দ্রুত আলোচনার মধ্যদিয়ে সমন্বয় করে নিয়ে নেতিবাচক পথে না নেয়ার ব্যাপারে সুদীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ মিষ্টি মুখ করেন। ফল মুখে দেন।
Please follow and like us: