আশাশুনি উপজেলা পরিষদের সভা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলা পরিষদের মাসিক (উন্নয়ন ও সমন্বয়) সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, প্রভাষক ম মোনায়েম হোসেন, দীপঙ্কর কুমার সরকার, আঃ আলিম মোল্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুণ কুমার ব্যানার্জী, সিনিঃ মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, সমবায় অফিসার জি এম আনছারুল আজাদ, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, মহিলা বিষয়ক ফাতেমা জোহরা, নির্বাচন অফিসার সাইফুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, শিক্ষা অফিসার শামছুন্নাহার প্রমুখ। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ও বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
Please follow and like us: