নবজীবন বার্তা’র মোড়ক উন্মোচন করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন
শহর প্রতিনিধি :
সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবজীবন ইনস্টিটিউট ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট এর যৌথ উদ্যোগে প্রকাশিত “নবজীবন বার্তা”এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহঃবার সকাল ১১টায় নবজীবন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে “নবজীবন বার্তা”পত্রিকাটির শুভ মোড়ক উন্মোচন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান। নবজীবন কার্য্যনির্বাহী কমিটির সভাপতি গাজী আবুল কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান,সাতক্ষীরা শহর সমাজ সেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান,জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার মিজানুর রহমান,সুর্য্যরে আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী ,নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির আফরোজার রহমান খান চৌধুরী,শেখ শফিকউদ-দৌলা সাগর, রনজিনা বেগম,অহিদুজ্জামান খান প্রমুখ।