মেডিকেল কলেজ হাসপাতালের আউট সোর্সিং ঠিকাদার নিয়োগে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন
শহর প্রতিনিধি:
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আউট সোর্সিং ঠিকাদার নিয়োগে লাগামহীন দুর্নীতি ও ঠিকাদার দুলালের ঠিকাদারদারীত্ব বাতিলের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সচেতন সাতক্ষীরা বাসী ও ভূমিহীন সমিতির ব্যানারে মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জেলা ভূমিহীন উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি আব্দুস সাত্তার, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সোহাগ, সাবেক ছাত্র নেতা মারুফ হোসেন প্রমুখ। বক্তারা এসময় , সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সুপারেন্ডটে- ডা. শেখ শাহজান আলী, ডাঃ রুহুল কুদ্দুস,ওয়ার্ড মাষ্টার মুরাদ ও ক্যাশিয়ার মুন্তাজুলের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত পূর্বক শাস্তি ও ঠিকাদার দুলালের ঠিকাদারদারীত্ব বাতিলের জোর দাবী জানান।
এ সময় বক্তারা আগামী তিন দিনের মধ্যে বিতর্কিত ঠিকাদারি প্রতিষ্ঠান প্রিমা এ্যাসো: লি: এর কার্যাদেশ বাতিল না করলে কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলে হুশিয়ারি দেন।