সাভারে ‘হলের বারান্দা থেকে পড়ে’ বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত
ডেস্ক রিপোর্ট :
ঢাকার উপকণ্ঠ সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আবাসিক হলের বারান্দা থেকে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানা গেছে। তাঁর নাম সাইফুল্লাহ তালুকদার মহসিন।
গতকাল সোমবার গভীর রাতে সাভারের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গভীর রাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্র মহসিন নিজের কক্ষ থেকে অন্য কক্ষে যাচ্ছিলেন। এ সময় ছয়তলা থেকে মাটিতে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে শিক্ষার্থীরা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত ছাত্রের পরিবারের সদস্যরা জানান, মহসিন আবাসিক হল থেকে মাটিতে পড়ে যাওয়ার সময় ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স ছিল না। এ কারণে তাঁকে হাসপাতালে আনা সম্ভব হয়নি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার এ কে এম ফজলুল হক বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
খবর পেয়ে সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ছাত্রের পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানিয়েছেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর জানান, কীভাবে ওই ছাত্রের মৃত্যু হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিহত ওই ছাত্র নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কোমরওরা গ্রামের বাসিন্দা।
Please follow and like us: