পাটকেলঘাটা পারকুমিরা গণহত্যায় নিহত শহীদদের স্মরণে স্মরণ সভা
পাটকেলঘাটা প্রতিনিধি :
পাটকেলঘাটার পার কুমিরা পুটিয়াখালীতে বর্বর গণহত্যায় নিহত শহীদদের স্মরণে স্মরণ সভা সোমবার সন্ধ্যা ৬টায় পাঁচ রাস্তা মোড় শহীদ আলাউদ্দীন চত্বরে অনুষ্ঠিত হয়। বধ্যভূমি সংরক্ষণ কমিটির আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার শেখ আব্দুল হাই এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা বিশ্বাস জাহাঙ্গীর আলম, ইসলামকাটি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কুমিরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মাগুরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মশিয়ার রহমান, আ’লীগে যোগদানকারী নেতা প্রভাষক আব্দুল গফ্ফার, প্রভাষক আমিনুজ্জামান, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদি, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাসেম,। বধ্যভূমি সংরক্ষণ কমিটির আয়োজনে বিকালে শোক র্যালি, মোমবাতি প্রজ্বলন ও সকালে শহীদদের গনকবরে পুস্পমাল্য অর্পণ সহ নানা কর্মসূচী পালিত হয়েছে।
Please follow and like us: