কলারোয়ায় ওয়ার্ড আ.লীগের নেতাকে নিয়ে কুটুক্তি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
কলারোয়া প্রতিনিধি :
কলারোয়ায় ওয়ার্ড আ.লীগের নেতার বিরুদ্ধে কুটুক্তি করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ওই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় উপজেলার শাকদহ বাজারে ইউনিয়ন আ.লীগের অফিসে। সংবাদ সম্মেলনে কুশোডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড আ.লীগের সদস্য ধানঘোরা গ্রামে মৃত ছইলুদ্দিন মোড়লের ছেলে আলাউদ্দিন লিখিত বক্তব্যে বলেন-তিনি ২০০৭সালে সাতক্ষীরা জেলা আ.লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব শেখ মুজিবুর রহমানের হাতে ফুল দিয়ে সাবেক চেয়ারম্যান মরহুম হযরত আলীর বাড়ীতে যোগদান করেন। এসময় তিনি সহ হয়রত আলী, আ: হামিদ সরদার, ডা: শাহাজুল ইসলামও যোগদান করেছিলেন। কিন্তু উপজেলা আ.লীগের মধ্যে দুটি গ্রুপ হয়ে এক গ্রুপ আরেক গ্রুপকে নিয়ে নানা কুটুক্তি ছড়িয়ে বেড়াচ্ছে। তিনি আরো বলেন- ২০১২ সালে ওয়ার্ড আ.লীগের কমিটির নির্বাচনে তিনি ওয়ার্ড কমিটির কাউন্সিলে ভোটার ছিলেন। এই নিয়ে একটি গ্রুপ ওয়ার্ড আ.লীগের নেতা আলাউদ্দিনকে নিয়ে ভিভ্রান্তিকর ও কুটুক্তি কথাবার্তা ছড়িয়ে বেড়াচ্ছে। যাহা আ.লীগনেতাদের মানসম্মান নষ্ট হচ্ছে।
এঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-কুশোডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি বাবু রাম প্রসাদ দত্ত, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ওয়ার্ড আ.লীগের সভাপতি সুভাষ পাল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, ওয়ার্ড সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ওয়ার্ড সভাপতি আমিনুর রহমান খান, সাধারণ সম্পাদক বিনয় মন্ডল, ওয়ার্ড সভাপতি ওজিউল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক মুজিবার রহমান, ওয়ার্ড সাধারণ সম্পাদক ইছাহাক আলী, ওয়ার্ড সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আবুল কাশেম সরদার, ওয়ার্ড সাধারণ সম্পাদক আনিছ সরদার, ওয়ার্ড সভাপতি শেখ ফারুক হোসেন প্রমুখ।
Please follow and like us: