বিভাগীয় জোনের কাবাডি খেলায় সাতক্ষীরা জেলাকে হারিয়ে খুলনা জেলা চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিন ব্যাপী কাবাডি প্রতিযাগিতা-২০১৮ এর খুলনা বিভাগীয় জোনের ফাইনালে সাতক্ষীরা জেলাকে হারিয়ে খুলনা জেলা চ্যাম্পিয়ন হয়েছে।
রোববার বিকালে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা পুলিশের সহযোগিতায় সাতক্ষীরা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন খুলনা রেঞ্জের এডিশনাল ডিআইজি (একাউন্ট এন্ড ফিন্যান্স) হাবিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান অতিঃ পুলিশ সুপার কে.এম আরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মেরিনা আক্তার, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তৈয়ব হাসান বাবু, নির্বাহী সদস্য আ.ম আখতারুজ্জামান মুকুল, ইকবাল কবির খান বাপ্পি, কাজী কামরুজ্জামান, কাবাডি সম্পাদক শেখ রফিকুর রহমান লাল্টু, রুহুল আমিন, হাফিজুর রহমান খান বিটু, খন্দকার আরিফ হাসান প্রিন্স, কবিরুজ্জামান রুবেল, কাবাডি রেফারী আহম্মদ হোসেন টুটুল, আবু মুসা, রুহুল আমিন, স্কোরার আব্দুল ওহিদ, সহ:স্কোরার আব্দুল গফুরসহ সাতক্ষীরা ও খুলনা জেলার খেলোয়াড় ও কর্মকর্তা বৃন্দ।