সাতক্ষীরায় মান্নানের বহিষ্কার ও শাস্তির দাবীতে যুবলীগের মানববন্ধন
প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান ও তার সহযোগীদের বহিষ্কার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সাতক্ষীরা জেলা যুবলীগের (একাংশ) উদ্যোগে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টুর সভপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মীর মহিতুল আলম মহি, কাজী আক্তার হোসেন, জেলা তাঁতীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসান ইমাম, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মেহেদীআলী সুজয়, আহবায়কদ্বয় যুগ্ম মিজানুর রহমান, তাইজুল ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি শাওন। উপস্থিত ছিলেন পৌর তাঁতীলীগের আহবায়ক সাদিয়া, যুগ্ম আহবায়ক ফিরোজ, মাসুদ আলী, পৌর ৩নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক হারুণ অর রশিদ, যুগ্ম আহবায়কদ্বয় গোলাম মোস্তফা, কাজল, আইউব আলী, সদস্য রাজু, মনিরুজ্জামান মনি, ইনছার আলী, আবুল কালাম, ৭নং ওয়ার্ড যুবলীগের সাইদ, যুগ্ম আহবায়ক জনিসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, গত ২৬মার্চ পৌর আওয়ামীলীগের স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানের উস্কানিমূলক বক্তব্য ও তার বাহিনী দিয়ে হামলা চালিয়ে যুবলীগকে কলঙ্গের কালিমা লেপে দিয়েছে। তাছাড়া মান্নান জেলা যুবলীগের আহবায়কের পদ দখল করে চাঁদাবাজী, চোরাচালানী ও বিভিন্ন সাধারণ মানুষের জমি দখল করে কোটিপতি বনে গেছেন।
বক্তারা আরো বলেন, মান্নান কারাগারে বসে তার বাহিনী দিয়ে যুবলীগের (জহিরুল হক নান্টু গ্রুপ) নেতাকর্মীদের বিভিন্ন ভাবে এমনকি বাড়ি বাড়ি গিয়ে হুমকি প্রদানের ঘটনাও ঘটেছে। বক্তারা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান ও তার সহযোগীদের বহিস্কার সহ শাস্তি দাবী করেন।
Please follow and like us: