৯৯৯ এ ফোন করে দেবহাটা থেকে বাক প্রতিবন্ধী উদ্ধার
দেবহাটা প্রতিনিধি :
জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ অভিযোগ করে দেবহাটা সখিপুর থেকে এক বাক প্রতিবন্ধীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন দেবহাটা থানা পুলিশ। সে চুপনগন এলাকার নারায়ন চন্দ্র দাশের ছেলে অর্জুন দাশ। জানাযায়, শনিবার সকালে বাক প্রতিবন্ধী অর্জুন দাশ বাড়ি থেকে বাহির হয়ে টাঙ্গাইলের সখিপুরের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ভুল বসত সাতক্ষীরার গাড়িতে উঠে পড়ে সে, পরবর্তিতে দেবহাটা উপজেলার সখিপুর মোড়ে নেমে পড়ে। এদিক ওদিক ঘোরা ফেরা করতে থাকে এবং তার কাছে থাকা একটি কাগজে ঠিকানা ও মোবাইল নাম্বার স্থানীয়দেরকে দেখালে। স্থানীয়রা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ অভিযোগ করলে সাথে সাথে দেবহাটা থানা পুলিশ বাক প্রতিবন্ধী অর্জুন দাশকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরে পুলিশ বাক প্রতিবন্ধী অর্জুন দাশের পরিবারকে খবর দিলে তারা এসে থানা থেকে অর্জুন দাশকে বাড়িতে নিয়ে যায়।
Please follow and like us: