কলারোয়ায় সন্ত্রাসী হামলায় কৃষক সহ ২ব্যক্তি জখম
কলারোয়া প্রতিনিধি:
শনিবার সকালে সাতক্ষীরার কলারোয়ায় জমি জমা সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় কৃষক সহ ২ব্যক্তি জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
এলাকাবাসী ও স্থানীয় আ.লীগনেতা মেহেদী হাসান জানান, উপজেলার দেয়াড়া ইউনিয়নের দলইপুর গ্রামের মৃত মতলেব সরদারের ছেলে আবুল কাশেম (৭৫)তার পিতার পৈত্রিক জমিতে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছেন। এই জমি ভাগ বাটোয়ারা নিয়ে একই এলাকার নাশকতা মামলার আসামী আ: কাদের, আ: গফুর ও আবুজার দলবদ্ধ হয়ে কৃষক আবুল কাশেমের উপর হামলা করে। শনিবার সকালে জমির সিমানা নিয়ে কথাকাটির এক পর্যায়ে সন্ত্রাসী আ: কাদের, আ: গফুর ও আবুজার দলবদ্ধ হয়ে লোহার রড, বাঁশের লাঠি নিয়ে অসহায় কৃষক আবুল কাশেমের উপর হামলা করে। এসময় আব্দুল সরদারের ছেলে হাবিবুর রহমান (১৭) এগিয়ে আসলে তারা তাকেও ধরে বেধড়ক পিটিয়ে জখম করে। বর্তমানে গুরুত্বর জখমপ্রাপ্ত হাবিবুর রহমান ও আবুল কাশেমকে কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।