তকদির ভালো না মোশাররফ করিমের!
ডি এস ডেস্ক:
তকদীরের তকদির ভালো না। সে নিজেকে মনে করে ভাগ্য বিতাড়িত একজন মানুষ। কোনো কিছু তার পক্ষে নেই। স্ত্রীর সঙ্গে বনিবনা নেই। একটা ঝড়ের মধ্য দিয়ে যায় সারাক্ষণ। এমনি ভাগ্য বিড়ম্বনায় পড়া মানুষের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
নাটকের নাম ‘তকদীর’। এটি পরিচালনা করেছেন শামস করিম। এটিতে তার বিপরীতে জুটি বেঁধেছেন প্রসূন আজাদ।
মোশাররফ করিম বলেন, এটির তকদীর চরিত্রে অভিনয় করেছি। তকদীরের তকদির ভালো না। নানা রকম মজার ঘটনার মধ্য দিয়ে নাটকের গল্পটি এগিয়ে যাবে। এই ধরনের গল্পের প্রতি দর্শকের আগ্রহ সব সময় থাকে। এই নাটকটি সবার ভালো লাগবে বলে আশা করছি।
শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচার করা হবে।
Please follow and like us: