কলারোয়ায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা সভা
কলারোয়া প্রতিনিধি:
কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে সততা সংঘ প্রতিষ্ঠা ও শপথ বাক্য পাঠ, ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটিগুলোর গতিশীলতা বাড়াতে কর্মসূচি গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক ও রচনা প্রতিযোগিতার আয়োজনসহ ব্যাপক কর্ম পরিকল্পনা গৃহীত হয়। এছাড়া সভায় আগামী জুনে উপজেলা পর্যায়ে একটি দুর্নীতি বিরোধী সেমিনার অনুষ্ঠানের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান ও লতিফা আখতার, সদস্য জাহিদুর রহমান খান চৌধুরী, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, উৎপল কুমার সাহা ও সহকারী অধ্যাপক এএইচএম কামরুজ্জামান পলাশ।
Please follow and like us: