সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বহিষ্কার
নিজস্ব প্রতিনিধি :
গতকাল (১৯ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে পাটকেলঘাটা বাজার থেকে তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শেখ আসাদুজ্জান মিন্টুকে আটক করেন ডিবি পুলিশ।
আটক করে তার দেহ তল্লাশি করে ৪৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশের একটি ফোর্স।
এই ঘটনাকে কেন্দ্র করে আজ (২০ এপ্রিল)আসাদুজ্জান মিন্টুকে সরুলিয়া ইউপি সভাপতি পদ থেকে বহিষ্কার করেছে তালা উপজেলা ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক।
তালা উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে সভাপতি আসাদুজ্জামান মিন্টুকে বহিষ্কার করেছেন।
এ বিষয়ে তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ ছাত্রলীগে কোন মাদক ব্যবসায়ীর জায়গা নেই।বলেছিলাম ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার করা হবে।সেটাই করা হয়েছে। কোন প্রকার অবৈধতার সাথে ছাত্রলীগ আপোষ করবে না।
Please follow and like us: