সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা
শহর প্রতিনিধি:
জেলা ভূমিহীন সমিতির কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, ভূমিহীন সমিতির সভাপতি মোঃ কওছার আলী।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এড. ফাহিমুল হক কিসলু। জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেনের পরিচালনায় অন্যোন্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বাস্তহারালীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ভূমিহীন সমিতির সহ-সভাপতি মোঃ আনছার আলী সরদার, শওকত হোসেন, যুগ্ম সম্পাদক মফিজুর রহমান, বাবলু হাসান, সাবেক উপদেষ্টা শওকত আলী, , সাংগঠনিক সম্পাদক মোমিন হাওলাদার, আব্দুল গফুর, মতিয়ার রহমান, আলমগীর হোসেন, হারান, জাকির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি জেলা প্রশাসক কর্তৃক উদ্ধারকৃত ৩০০ বিঘা খাস জমি ভূমিহীনদের মাঝে বন্টন করে দিতে হবে। বিভিন্ন অফিস আদালতে সীমাহীন দুর্নীতি বন্ধ করতে হবে। এছাড়া সাতক্ষীরার সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। অবিলম্বে সাতক্ষীরার মানুষের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করে স্বাস্থ্য খাতে দুর্নীতির বন্ধের দাবি জানান।