আশাশুনিতে কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
বাংলাদেশ কৃষকলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশাশুনিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষিকলীগ কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর জন্মদিনের কেক কাটা হয়। সবশেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগ সভাপতি এস এম সেলিম রেজা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, শিক্ষা ও কৃষি বিষয়ক সম্পাদক প্রভাষক আঃ আলিম, সদস্য শ্রীদাম চন্দ্র বাছাড় ও উপজেলা আ’লীগের সাংগঠনকি সম্পাদক বিমল চন্দ্র গাইন।
উপজেলা কৃষকলীগ সেক্রেটারী মতিলাল সরকার ও সাংবাদিক এম এম সাহেব আলির সঞ্চালনায় অনুষ্ঠানে সানাউল্লাহ, আবু হেনা মোস্তফা কামাল, আজিজুল হাকিম, তারিকুল ইসলাম, আবু হাসান, সোহরাব হোসেন, সিরাজুল ইসলাম, রাজিবুল, হাসেম আলি, মধুসুদন রায়, কল্যাণী সরকার, ইয়াসিন আরাফাত, কার্ত্তিক চন্দ্র, সঞ্জয় মিত্র, ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
Please follow and like us: