দেবহাটায় সৎ মা’র নির্যাতনের শিকার ৫ শ্রেণির ছাত্রী
দেবহাটা প্রতিনিধি :
দেবহাটায় সৎ মা’র নির্যাতনের শিকার হয়েছে ৫ শ্রেণির ছাত্রী ফেরদৌসি আক্তার প্রিয়া। বৃহস্পতিবার আহত স্কুল ছাত্রীর মামা শরিফুল ইসলাম বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। বর্তমানে শিশু ফেরদৌসি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানাগেছে।
আহত ছাত্রীর মামা শরিফুল ইসলাম জানান, আমার বোন কে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের রামনাথপুর গ্রামের আব্দুল মজিদ সরদারের সাথে বিয়ে হয়। বিয়ের পর একে একে ৪ কন্যা সন্তান জন্ম নিলে সংসারে অশান্তি লেগে থাকে। এক পর্যায়ে ছোট মেয়ে ফেরদৌসির বয়স যখন দেড় বছর সে সময় আমার বোন আত্নহত্যা করে। পরে আব্দুল মজিদ সদর উপজেলার আলিপুরের ফিরোজা খাতুন নামের এক নারীকে বিবাহ করে। সে সংসারে এসে আমার বোনের কন্যাদের ঠিকমত খেতে দেয় না, বাড়ির সব কাজ করিয়ে নেয়। প্রতিনিয়ত কারণে অকারণে মারধোর শুরু করে। গত শুক্রবার বাড়ির পার্শ্ববর্তী ডিবটিউওয়েল থেকে ফেরদৌসি পানি আনতে যায়। তার আসতে একটু দেরি হওয়াতে বাড়িতে আসামাত্রই কাঠের পিড়ি দিয়ে এলোপাতারি ভাবে মারতে থাকে। একপর্যায়ে ফেরদৌসি জ্ঞান হারিয়ে ফেললে তার চাচা আব্দুর রহমান সরদার তাকে গাজীরহাস্থ একটি বেসরকারি ক্লিনিকে এনে চিকিৎসা করায়। বাড়িতে যাওয়ার পর শ্বাসকষ্ট দেখা দেয়। কিন্তু সৎ মা’র ভয়ে প্রতিবাদ ও সুচিকিৎসা করাতে পারেনি তার পিতা। ঘটনাটি বৃহস্পতিবার ফেরদৌসির মামা শরিফুল ইসলাম জানতে পেরে তাকে সৎ মা’র কবল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। একই সাথে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
দেবহাটা থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, আহত স্কুল ছাত্রীর মামা শরিফুল ইসলাম বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ বিষয়টি তদন্ত সম্পন্ন করেছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us: