সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা
শহর প্রতিনিধি :
সাতক্ষীরা প্রেসক্লাবের হল রুমে উৎসবমুখর পরিবেশে দৈনিক সমকাল ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা। বৃহস্পতিবার সকালে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা আফসানা মীম।
ফাইনাল পর্বে বিতর্কের নির্ধারিত বিষয় ছিল “ প্রশ্নফাঁসে সরকারের ব্যর্থতার চেয়ে সামাজিক অবক্ষয় বেশি দায়ী ”। এর পক্ষে ছিল সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আর বিপক্ষে ছিল সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতায় চারটি দল অংশগ্রহণ করে। অংশ নেওয়া অন্য দল গুলো হলো- শ্যামনগরের নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরার বাবুলিয়া জে.এস মাধ্যমিক বিদ্যালয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে ক্রেষ্ট, সার্টিফিকেটসহ পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ ইফতেখার হোসেন। সমকাল সুহ্নদ সমাবেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
বিচারক মন্ডলির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরার বিশিষ্ট শিক্ষাবিদ সমকাল সুহ্নদ সমাবেশ সাতক্ষীরা জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক আনিসুর রহিম। অন্য দুই জন বিচারক হলেন- সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আ.ন.ম গাউসার রেজা ও অধ্যাপক পবিত্র মোহন দাশ। স্বাগত বক্তব্য রাখেন সমকালের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান। সার্বিক সহযোগিতা করেন সমকাল সুহ্নদ সমাবেশ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান, শাহিদুর রহমান, আব্দুর রহমান।
শিক্ষক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আনিছুর রহমান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: জোবায়ের আলম, নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হক , বাবুলিয়া জে.এস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ চন্দ্র মন্ডল প্রমুখ।
প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে অংশ নেওয়া খুদে বিতার্কিকরা হলো- সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভেজ ইমাম (দলনেতা ), মো: ইমরান হোসেন, এস.এম সিয়াম ফেরদৌস এবং সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মারজান বিনতে আমিন উল্লাহ (দলনেতা) , মুরশিদা তাসনিম ও মৌমিতা কর্মকার।
এছাড়া শ্যামনগরের নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের আফসানা মিম (দলনেতা ), শাহারিয়া আলম ও সাজিদ হোসাইন এবং বাবুলিয়া জে.এস মাধ্যমিক বিদ্যালয়ের মো: সাহিদ হাসান (দলনেতা), তাসনিম বিনতে সহিদ ও ফাহিম মুনতাসিম বির্তকে অংশ গ্রহণ করে।
Please follow and like us: