২০ দলের সভা ডেকেছেন নজরুল
ডেস্ক রিপোর্ট:
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডেকেছেন সমন্বয়কারী নজরুল ইসলাম খান।
জোটের অন্যতম শরীক ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া জাগো নিউজকে জানান, ‘আগামীকাল রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ২০ দলের শীর্ষ নেতাদের জরুরি বৈঠক হবে। জোট সমন্বয়কারী নজরুল ইসলাম খান এই বৈঠক আহ্বান করেছেন।
তিনি আরও বলেন, চলমান রাজনৈতিক ইস্যু বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন, সিটি কর্পোরেশন নির্বাচন সার্বিক বিষয়ে বৈঠকে আলোচনা হবে।
Please follow and like us: