পাটকেলঘাটায় কপোতাক্ষ তীরে সুন্দরী কেওড়া গাছের চারা রোপণ
পাটকেলঘাটা প্রতিনিধি :
মাইকেল মধূসুধন দত্তের স্মৃতি বিজড়িত পাটকেলঘাটা কপোতাক্ষ নদের ধারে হারিয়ে যাওয়া সেই পুরাণ ঐতিহ্য কেওড়া বাগান গড়ার লক্ষ্যে বন বিভাগের সহযোগিতায় সরুলিয়া ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে বিভিন্ন প্রজাতের চারা রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কপোতাক্ষ নদের ধারে গড়ে ওঠা ইকোপার্কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে নদীর পাশে সবুজ বনায়নের লক্ষ্যে বুধবার সকাল ১০টায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। এ সময় তিনি কেওড়া, সুন্দরী, ওড়া সহ বিভিন্ন প্রজাতের গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেন, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, বাজার কমিটির সাধারণ সম্পাদক নিজামউদ্দীন ভুঁইয়া, বন বিভাগ কর্মকর্তা ইউনুস আলী, ইউপি সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনের নেতৃবৃন্দ। বৃক্ষ রোপণ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাটকেলঘাটা ছিদ্দীকীয়া ক্বওমীয়া মাদরাসার মুহতামিম মাওঃ মনিরুল হক।
এসময় জেলা প্রশাসক তালা উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
Please follow and like us: