আশাশুনিতে বুরো বাংলাদেশ এর অফিস উদ্বোধন ও ঋণ বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনিতে “বুরো বাংলাদেশ” এর আশাশুনি শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় আশাশুনি সদরে ৮৭৫ তম শাখা অফিস উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আশাশুনি শাখা ব্যবস্থাপক শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শাখা অফিসের শুভ উদ্বোধন করেন ও ঋণ বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন। বুরো বাংলাদেশের সাতক্ষীরা এলাকা ব্যবস্থাপক বাপী কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক জাফর আহমেদ জুয়েল ও খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল বাশার সরদার। অনুষ্ঠানে আশাশুনি থানার এসআই সঞ্জীব সমাদ্দার, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রভাষক জাকির হোসেন ভুট্টো, প্রদর্শক নুরুল হুদা, ব্র্যাক ব্যবস্থাপক কামরুজ্জামান, উন্নয়ন প্রতিনিধি জাবের আলি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রদর্শক ইয়াহিয়া ইকবাল, প্রভাষক নিত্যানন্দ ঢালী, প্রাক্তন মেম্বার আঃ গফুর, সাংবাদকি এম এম সাহেব আলি, সাংবাদিক গোলাম মোস্তফা, শেখ আরাফাত, মৎস্যজীবি সমিতির সেক্রেটারি নাসির উদ্দিন, সিনিঃ সহকারী শিক্ষক মাহফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ ও গীতা পাঠ করেন সাগর মন্ডল। অনুষ্ঠানে ৬ জনকে ২ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়।
Please follow and like us: